নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় যানবাহন চলাচলের রাস্তা ও সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ অস্থায়ী দোকানপাট নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এতে চান্দিনা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উদ্ধারের মধ্যে রয়েছে মুদি, স্টেশনারি, হার্ডওয়্যার, ফার্মেসি, টিনের দোকান, মাংস ও ফল দোকানসহ ওয়ার্ড বিএনপির একটি রাজনৈতিক অফিস। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান, সরকারি নির্দেশনায় খাস জায়গা উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আমরা গল্লাই ইউনিয়নের কংগাই বাজারে অভিযান পরিচালনা করি। সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপের করে খাস জায়গা চিহ্নিত করি। যারা দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ দোকানপাট নির্মাণ করে রেখেছিলেন, তাদেরকে একাধিকবার চিঠি দিই। তারপরও তারা স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে না নেয়ায় আমরা অভিযান পরিচালনা করে সরকারের খাস জমি উদ্ধার করি।
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। গত শুক্রবার (২৯শে আগস্ট) বিকেলে জয়াগ কলেজ মিলনায়তনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুদ্দৌলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলমসহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com