নিজস্ব প্রতিনিধি\ চান্দিনায় সোয়া ৬ কিলোমিটার সড়কের সংস্কার কাজ ৫ মাসেও শেষ করা যায়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান এ পর্যন্ত সড়কের সংস্কার কাজের মধ্যে ম্যাকাডোম করার পর এটিও অনেক স্থানে ভাঙন ও খানাখন্দে পরিণত হয়েছে।
ঘটনাটি কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা পর্যন্ত সড়ক এলাকার। প্রায় ৬ দশমিক ২৫ কিলোমিটার এই সড়কের সংস্কার কাজ পায় ওমর ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজ শুরু হয় অন্তত পাঁচ মাস আগে। এ সময় পর্যন্ত ঠিকাদার সংস্কার কাজের মধ্যে ম্যাকাডোম পর্যন্ত সম্পন্ন করলেও চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন এবং সড়কজুড়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের ম্যাকাডোমের কাজ সারায় এটি টেকসই হতে পারেনি, ফলে বৃষ্টিপাতের এই মৌসুমে নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্ত দেখা দিয়েছে। এর আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকৌশলী বিভাগ এই সড়কের প্রায় দুই কিলোমিটার ম্যাকাডাম তুলে ফেলে। কিন্তু এরপরও কাজটি গুণগত ও মানসম্মত হচ্ছে না বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
স্থানীয়রা আরো জানান, কাজটি এতটাই ধীরগতিতে করা হচ্ছে, শেষ পর্যন্ত এটিকে বর্ষা মৌসুম পেয়ে বসেছে। এক সপ্তাহ কাজ করলে আরেক সপ্তাহ বন্ধ রাখে। প্রায় পাঁচ মাস ধরে কাজের এই ধীরগতির ভোগান্তি যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে।
সড়কের পরচঙ্গা বাজার এলাকার অনেকেই জানান, এই স্থানের ভাঙনটি যখন ছোট ছিল তখন ঠিকাদারের লোকজনকে বিষয়টির দিকে নজর দেয়ার জন্য একাধিকবার বলার পরেও তারা গুরুত্ব দেয়নি। ফলে বৃষ্টি ও আশপাশের বাড়ি ঘরের পানি নামার কারণে ভাঙনটি বড় আকার ধারণ করেছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান ওমর ট্রেডার্সের সত্বাধিকারী জালাল উদ্দিন কালা বলেন, বৃষ্টির কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। বৃষ্টির সময় সড়কের আশপাশের বিভিন্ন বাড়ির পানি সড়কে নেমে আসায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি কমলে রাস্তার পাশে ড্রাম দিয়ে মেরামত করা হবে।
চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সড়কটির ভাঙন দ্রæত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টি কমলে সড়কের কাজ শুরু করার জন্য তাগিদ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com