নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রাম এলাকা থেকে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি ও ৪২ ড্রাম চিংড়ির রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শনিবার (২৬শে জুলাই) বিকেলে কুমিল্লা-১০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। ওই সময় সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় বাজি ও ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়।
জব্দ মালামালের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকা। পরে মালামালগুলো বিধি মোতাবেক কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com