
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজা নিয়ে মোঃ জলিল (৪৪) নামে এক চালককে আটক করেছে থানা পুলিশ। জলিল কুমিল্লা সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-২৯-৫১৮৬) আটক করা হয়। গাড়ি তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক জলিলকে আটক করা হয়।
এ ঘটনায় জলিলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক আবুল কালাম আরও বলেন, “মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সকলের সচেতনতা প্রয়োজন।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com