
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ, খাবারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেয়া হয়।
গত বুধবার (২৯শে অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। অভিযানে সহায়তা করেন চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ।
ইউএনও জামাল হোসেন জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে সিঙ্গারা ও রোলের সঙ্গে রক্তমাখা কাঁচা মাংস রাখা, দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ, ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, উল্টো পথে চলাচলকারী ৩টি সিএনজি অটোরিকশা আটক করে মিয়া বাজার হাইওয়ে পুলিশের হেফাজতে দেয়া হয়। পাশাপাশি আরো কিছু সিএনজি অটোরিকশাকে উল্টে রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com