আবুল কাশেম গাফুরী\ কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২১ লাখ টাকা মূল্যের অবৈধ (চোরাচালান) পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৮ থেকে ১৯শে জুলাই রাত পর্যন্ত উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবেরবাজার ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সীমান্তে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে তারা এসব মাদক ও অবৈধ পণ্য আটক করে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।
কুমিলা ব্যাটালিয়ন-১০ বিজিবি থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে কোনো মালিকানা ছাড়া পড়ে থাকা অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল স্কার্ফ সিরাপ, ৪৮ বোতল বিদেশী বিয়ার, ৫০০টি স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালান কারবারিরা বিপুল পরিমান মাদক ও ভারতীয় অবৈধ পণ্যগুলো রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও পণ্যের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com