নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রামে এক মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ ২ ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গত রোববার গ্রেফতার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওমর আলী ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গজারিয়া নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) ও গজারিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) গত বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে খেলাধুলা করছিল। এসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির ওমর আলী নামের ওই ব্যক্তি মাটি কাটার কোদাল আনার জন্য ছাত্রীদের বাড়িতে যায়। তখন ওই ২ শিশু ছাত্রী ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ অবস্থায় একা পেয়ে ওমর আলী তাদেরকে ঝাপটে ধরে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওমর আলী পালিয়ে যায়। এ ঘটনায় রোবরার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ওমর আলীকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ওমর আলী কৃষি কাজ করেন। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com