আবদুল মান্নান \ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। গত বুধবার পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক প্রস্তাবিত ৭৬ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকার বাজেট ঘোষনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী, মোঃ বেলাল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। বাজেটে অবকাঠামো ও রাস্তা ড্রেন ব্রীজ কালভার্ট নির্মাণে ৪৯ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছে। এসময় সংবাদকর্মীদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক জানান, পৌরসভার শুরু থেকে এখন পর্যন্ত বর্জ্যের ভাগাড় নেই। নিজস্ব বর্জ্য ভাগাড় স্থাপনের জন্য জমি অধিগ্রহণ খাতে চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি টাকা। তবে প্রতি বছরের ন্যায় এবারও পৌর পার্ক নির্মাণে বরাদ্ধ রাখা হয়েছে ১ কোটি টাকা। এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক পৌর পার্ক নির্মাণে বাজেট বরাদ্দ বাস্তবায়ন চলতি অর্থ বছরে দৃশ্যমান দেখা যাবে বলেন। অপর দিকে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৪ লাখ ৫০ হাজার। মশক নিধনেও রাখা হয়েছে ৯ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com