জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে তিনি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চান।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি আল্লাহর মেহেরবানিতে এবং জনগণের ভালোবাসায় জামায়াত সরকার গঠন করে, তবে কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট নেবেন না, ট্যাক্সমুক্ত গাড়ি ব্যবহার করবেন না এবং নিজেদের হাতে কোনো অর্থ লেনদেন করবেন না।”
তিনি আরও বলেন, “সরকারি বরাদ্দের কাজে এমপি বা মন্ত্রী দায়িত্ব পেলে, সেই কাজ শেষ হওয়ার পর ১৮ কোটি জনগণের সামনে স্বচ্ছভাবে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে।”
দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ডা. শফিক বলেন, “চাঁদা নেব না, দুর্নীতি করব না। কাউকে চাঁদা দিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সঙ্গে আমরা আছি। আমি এখানে জামায়াতের আমির হিসেবে নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের একজন হিসেবে কথা বলতে এসেছি। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই এবং প্রবীণদের সহযোদ্ধা। আমি এসেছি সাধারণ মানুষের মুক্তির লড়াইয়ে শামিল হতে।”
দেশের খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরে তিনি বলেন, “এ লড়াই কোনো শ্রেণি-পেশার বিরুদ্ধে নয়। রাস্তায় ঝাড়ু দেওয়া পরিচ্ছন্নতাকর্মী, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক, কৃষক—সবাই আমাদের এই সংগ্রামের অংশীদার। আমি কোনো অভিজাত শ্রেণির প্রতিনিধি হয়ে এখানে দাঁড়াইনি।”
জুলাই বিপ্লবের সময় শহীদ না হতে পারার আক্ষেপ জানিয়ে তিনি বলেন, “আজীবন আমি রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই করেছি। জেল-জুলুমকে ভয় পাইনি। তবে আমার আফসোস, ২০২৪ সালের সেই বিপ্লবে শহীদ ভাইদের সঙ্গে আমি থাকতে পারিনি।”
শেষে তিনি সবার প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দোয়া করবেন, আগামী সংগ্রামে যেন আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেন।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com