প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “First Biennial Summit for a Sustainable, Inclusive and Resilient Global Economy: Implementing Commitments on Financing the Sustainable Development Goals”-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রেখেছেন।
বক্তব্যে তিনি বলেন, চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে উন্নয়নের জন্য অর্থায়ন বিষয়ে গৃহীত অঙ্গীকারসমূহ এখন বাস্তবায়নে পরিণত করতে হবে। এসডিজি অর্জনে বছরে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা অত্যন্ত কঠিন হলেও অপরিহার্য।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশে আমরা বিশ্বাস করি দারিদ্র্য কোনো স্বপ্ন পূরণের অন্তরায় নয়। আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রাপ্তি হলো ন্যায়বিচারের হাতিয়ার। একজন নারী যখন ব্যবসা শুরু করেন, তরুণরা যখন সৌরবিদ্যুৎ ও আইটির সুযোগ পায়, কিংবা বস্তির শিশু যখন পুষ্টি ও স্যানিটেশন সুবিধাসহ স্কুলে যায়—তখনই বাস্তব ও স্থায়ী পরিবর্তন ঘটে।”
তিনি সেভিলে অঙ্গীকারের (Seville Commitment) মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আহরণ, অবৈধ অর্থপ্রবাহ রোধ, উন্নয়ন ব্যাংকের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ড. ইউনূস এসডিজি বাস্তবায়নে অর্থায়নের জন্য পাঁচটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন—
ন্যায্যভাবে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি: প্রগতিশীল ও স্বচ্ছ করব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বহুজাতিক কোম্পানিগুলোকে ন্যায্য কর প্রদান নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘ বাজেট কর্তন বা উন্নয়ন সহায়তা হ্রাস বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ক্ষতিকর হবে, বিশেষ করে যখন দেশটি ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং জলবায়ু সংকট ও অর্থনৈতিক চাপে ভুগছে।
উদ্ভাবনী অর্থায়ন ও সামাজিক ব্যবসার প্রসার: মুনাফা পুনঃবিনিয়োগ করে সমস্যা সমাধানে নিয়োজিত উদ্যোগ কর্মসংস্থান, অন্তর্ভুক্তি ও মর্যাদা সৃষ্টিতে ভূমিকা রাখে।
আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও ঋণ শাসনের সংস্কার: উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করতে হবে। ঋণ যেন কৃচ্ছ্রসাধনের নয়, বরং টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতার হাতিয়ার হয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ: অবৈধ অর্থপ্রবাহ রোধ, জনগণ বিশেষ করে তরুণদের সম্পদের ব্যবহার সম্পর্কে অবগত করা এবং প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ ত্বরান্বিত করা: দুর্যোগ-সহনীয় আবাসন, জলবায়ু-স্মার্ট কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রাকৃতিক সমাধানে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, “সেভিলে অঙ্গীকার আমাদের পথরেখা দিয়েছে; মানবতার স্বার্থেই আমাদের সেই পথে এগোতে হবে। মর্যাদা, ভাগাভাগি সমৃদ্ধি ও স্থিতিশীলতার এমন অর্থনীতি গড়ে তুলতে হবে, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com