নিজস্ব প্রতিনিধি\ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, পার্শ্ববর্তী দেশ বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে, গবাদিপশু, ধন-সম্পদ বিনষ্ট করছে। অন্যদিকে, শুকনো মৌসুমে পানি আটকে সেচ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ মরুকরণ করছে। এ অবস্থা থেকে বের হওয়া দরকার। আমরা ভারতকে সৎ প্রতিবেশী মনে করি, আমরাও তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করব। তারা আমাদের প্রভু নয়, আমাদের একমাত্র প্রভু মহান আল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূখী রাষ্ট্র কার্যক্রম করতে চায়। আপনাদের সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশ কারো করদ রাজ্যে পরিণত না হয়।
এটিএম মাছুম বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার জামায়াতের নেতা-কর্মীসহ হাজার হাজার আলেমদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে। আজ তারা ইতিহাসের আস্ত—াকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি কালো অধ্যায় থেকে মুক্তি পেয়েছি। এখন দেশ গড়তে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না।
এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গত শুক্রবার (২৩শে আগস্ট) কুমিল্লার লাকসাম পৌরসভাসহ উপজেলার গোবিন্দপুর, গাজিরপাড়সহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে পথসভায় কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, লাকসাম পৌরসভা আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার, কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মু. বদিউল আলম সুজন, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, জেলা কলেজ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি আরাফাত আল মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com