
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এ সমঝোতায় যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ফলে এই জোট এখন ১০ দলের নির্বাচনী সমঝোতায় রূপ নিয়েছে।
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের চলমান সংকটময় সময়ে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এতদিন আট দল একসঙ্গে কাজ করে আসছিল। এর সঙ্গে এখন এনসিপি ও এলডিপি যুক্ত হলো।
জামায়াত আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে। সময় ও সুযোগের অভাবে এনসিপির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আট দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান জানাবে।
শফিকুর রহমান বলেন, ১০ দল মিলে জাতীয় সংসদের ৩০০ আসনের প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছে। সামান্য কিছু বিষয় বাকি রয়েছে, যা মনোনয়ন দাখিলের পর আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনেক দল আগ্রহ দেখালেও সময়স্বল্পতার কারণে এই মুহূর্তে তাদের যুক্ত করা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় খুবই কম। নির্ধারিত তারিখেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এই জোট। নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণ করার চেষ্টা জনগণ মেনে নেবে না।
আসন বণ্টন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একক দল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না; ন্যায্যতার ভিত্তিতেই পারস্পরিক সমঝোতায় আসন নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের পাশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি জানান, নতুন দুই দল যুক্ত হওয়ায় এটি এখন ১০ দলের নির্বাচনী সমঝোতা হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সমমনা দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com