
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
১০ সেপ্টেম্বর দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচিত সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তারা দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।
এছাড়া বিবৃতিতে তিনি প্রয়াত চ্যানেল এস সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com