ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দায়ের করা মামলায় দন্ডাদেশ বাতিল করা হচ্ছে। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান শতাধিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহার না হলে ড. ইউনূস দেশে ফিরবেন না। একজন ক্লিনম্যান হিসেবে তত্ত¡াবধায়ক সরকার প্রধান হিসেবে শপথ নিতে চাচ্ছেন। একারণে আইন মন্ত্রণালয় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চালাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় সময় ক্ষেপণের কারণে নতুন সরকার গঠনও বিলম্বিত হচ্ছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এ সাজা মাথায় নিয়ে তিনি তত্ত¡বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com