
ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া ও নোয়াখালীসহ মোট ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ছয়জন বর্তমান ডিসিকে অন্য জেলায় বদলি এবং নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ার আদেশ জারি করে।
১. বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম → নতুন দায়িত্ব ঢাকা জেলা প্রশাসক
২. বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান → নোয়াখালী
৩. কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন → হবিগঞ্জ
৪. ভোলার ডিসি মো. আজাদ জাহান → গাজীপুর
৫. সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম → গাইবান্ধা
৬. খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান → বগুড়া
১. সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ → বরগুনা
২. বিএডিসির সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম → সিরাজগঞ্জ
৩. বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ → মাগুরা
৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ → পিরোজপুর
৫. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার → সাতক্ষীরা
৬. স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন → বাগেরহাট
৭. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার → খুলনা
৮. রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন → কুষ্টিয়া
৯. মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান → ভোলা
হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান → যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
মাগুরার ডিসি ওহিদুল ইসলাম → যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ → যুগ্ম সচিব, খাদ্য মন্ত্রণালয়
নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদ → যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান → যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
বগুড়ার ডিসি হোসনা আফরোজা → যুগ্ম সচিব, বিদ্যুৎ বিভাগ
ঢাকার ডিসি তানভীর আহমেদ → যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ
এই বদলি ও নিয়োগের মাধ্যমে প্রশাসনের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল ঘটল বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com