সোমবার (১৪ই অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সাক্ষাতে তাঁরা দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা সঙ্কট এবং দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে আরও বেশি শিক্ষার্থী বিনিময়ের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় তুরস্কের মানবিক প্রতিক্রিয়া, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত সহায়তা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে তুর্কি সরকারি প্রতিনিধি দলের সফরের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশে আরও তুর্কি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, ঢাকা এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং উভয় দেশেরই তাদের সম্পর্কের পূর্ণ সম্ভাবনা অন্বেষণ করা উচিত।
প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি রেবেকা সুলতানাকে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তুরস্কের রাষ্ট্রদূত গত বছর তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ এবং তাদের জন্য প্রায় ১০,০০০ তাঁবু পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
তিনি আসন্ন বিশ্ব হালাল শীর্ষ সম্মেলন এবং ইস্তাম্বুলে একটি মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগদানের জন্য বাংলাদেশকে আঙ্কারার আমন্ত্রণ জানান।
সেন বলেন, নতুন ব্যবসা-বাণিজ্যের সুযোগ অন্বেষণ এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সহায়তা করার প্রয়াসে একটি তুরস্কের সরকারি প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছেন। আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাই।
রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের সাম্প্রতিক বন্যার সময় তুরস্কের আরেকটি দল দেশ ভ্রমণ করেছিল। দলটি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দিয়েছেন।
তুর্কি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন ১.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, তবে উভয় দেশ থেকে রফতানি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূত তুরস্কের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে যুক্ত হওয়ার জন্য একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের তুরস্ক সফরের ওপর জোর দেন।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com