তারেক রহমান: জনগণের আস্থা ফেরানোই ক্ষমতায় যাওয়ার চাবিকাঠি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই তাদের আস্থা অর্জন সম্ভব। জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। এজন্য নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের আস্থা ধরে রাখতে হবে।
শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলে কেউ ভুল করলে তাকে সঠিক পথে ফেরাতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন হলেও তা সম্ভব হলে বিএনপি দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, জবাবদিহিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com