অন্তর্বর্তী সরকারের আইন ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সতর্ক করে বলেছেন, কেউ তাঁর সঙ্গে তোলা ছবি দেখিয়ে যদি অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে।
আসিফ নজরুল জানান, সরকারে আসার আগে ও পরে অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলেছেন। সম্প্রতি তাঁকে কয়েকজন জানিয়েছেন যে, কেউ কেউ সেই ছবি দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বা চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, কেউ তাঁর নাম ব্যবহার করে চাঁদা আদায় বা অন্য কোনো অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে পুলিশে মামলা করে তার কপি তাঁকে পাঠাতে হবে। তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
ভিডিও বার্তায় আইন উপদেষ্টা আরও বলেন, তিনি বা সরকারের কেউ কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং এ ধরনের কোনো কিছু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com