ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘোষণা দেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
রোডম্যাপ অনুযায়ী—
ভোটের সময়সূচি: ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা।
প্রধান কাজগুলো: সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী আইনবিধি সংস্কার, ভোটকেন্দ্র নির্ধারণ, পোস্টাল ভোটিং, দেশি–বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক অনুমোদন, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা পরিকল্পনা, নির্বাচনী বাজেট বরাদ্দ ও প্রচারণা কার্যক্রম।
সংলাপ: অংশীজন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কাজ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, যা দেড় মাস চলবে।
ভোটার তালিকা: ৩১ আগস্টের মধ্যে দ্বিতীয় ধাপের তালিকা চূড়ান্ত হবে; ৩০ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচনী আইনবিধি: ৩১ আগস্টের মধ্যে আরপিও ও সংশ্লিষ্ট আইনবিধি সংশোধনের প্রস্তাব তৈরি; ৩০ সেপ্টেম্বরের মধ্যে সীমানা আইন, ভোটকেন্দ্র নীতিমালা ও পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্তকরণ।
রাজনৈতিক দল নিবন্ধন: মধ্য সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন এবং সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রজ্ঞাপন।
সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতে গেজেট প্রকাশ, আর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রকাশ।
পোস্টাল ভোটিং: প্রকল্প অনুমোদন, সফটওয়্যার ও অ্যাপ তৈরি, প্রবাসীদের জন্য নভেম্বরে ব্যালট পাঠানো এবং কারাবন্দীদের জন্য ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট সরবরাহ।
আইনশৃঙ্খলা বৈঠক: সেপ্টেম্বর, তফসিল ঘোষণার আগে ও পরে একাধিক বৈঠক হবে।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারও বলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com