
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে দেওয়া বার্তায় ডা. তাসনিম জারা বলেন, তিনি এই এলাকারই মেয়ে এবং খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা ও জনগণের জন্য কাজ করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডা. তাসনিম জারা উল্লেখ করেন, কোনো দলের প্রার্থী হলে দলীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসন ও সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তার থাকবে না। এ অবস্থায় তার একমাত্র ভরসা সাধারণ মানুষ।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একজন মেয়ের মতো তার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছার প্রতি আস্থা রেখে যদি জনগণ তাকে সমর্থন দেন, তবেই তিনি মানুষের সেবা করার সুযোগ পাবেন।
এছাড়া তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে প্রয়োজনীয় ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম আগামীকাল থেকেই শুরু করবেন।
একই সঙ্গে নির্বাচনী তহবিল সংগ্রহের মাধ্যমে পাওয়া অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন ডা. তাসনিম জারা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com