দেশব্যাপী ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ৩০শে অক্টোবর বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী:
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’।আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’। শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ। Ref: prothomalo
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com