
সাড়ে ১৮ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে’ আয়োজিত এক বিশাল গণ-সংবর্ধনায় তিনি যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো উসকানির মুখে ধৈর্য ধারণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শান্তিশৃঙ্খলা বজায় রাখা: বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ‘মব’ আক্রমণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের মানুষের উদ্বেগ দূর করতে শান্তিশৃঙ্খলা রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ষড়যন্ত্র মোকাবিলা: আধিপত্যবাদী শক্তির এজেন্টরা দেশে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উসকানির মুখে শান্ত থাকার ও ধৈর্য ধরার পরামর্শ দেন।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান: তারেক রহমান বলেন, "তরুণরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। শক্ত গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
ঐক্যবদ্ধ বাংলাদেশ: জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সকাল থেকেই সারাদেশ থেকে আসা লাখ লাখ নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পূর্বাচল এলাকা। বিকেল ৪টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত নেতৃবৃন্দ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যসহ জোটের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন:
সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
আন্দালিব রহমান পার্থ (বিজেপি)
জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
নুরুল হক নুর (গণ অধিকার পরিষদ) এবং আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com