
ষ্টাফ রিপোর্টার\ বন্ধুত্ব এমন এক বন্ধন, যা সময় ও দূরত্বকে হার মানায়। এরই এক অনন্য প্রমাণ স্থাপন করলেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৯২ ব্যাচের প্রিয় বন্ধু তিতুমীর। তিনি সুদূর আমেরিকা থেকে শুধুমাত্র বন্ধুদের টানে নিজ দেশ বাংলাদেশে ফিরে এসে আয়োজন করেন এক হৃদয়গ্রাহী ফ্যামিলি মিলনমেলা।
মিলনমেলাটি অনুষ্ঠিত হয় ১০ই অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে, কুমিল্লার নয়নাভিরাম স্থান কোটবাড়ি স্বপ্নচুড়া রিসোর্টে। সারাদিন ছিল হাসি-আনন্দ, স্মৃতিচারণা আর বন্ধুত্বের উষ্ণতায় ভরপুর। পুরনো দিনের গল্পে, সুরে ও ছবিতে ফুটে উঠেছিল নব্বইয়ের দশকের সেই কচি দিনের স্মৃতি।
মিলনমেলায় ৯২ ব্যাচের বহু বন্ধু তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন। উপস্থিত বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আহছান উল্লাহ, মোহাম্মদ আবু ছায়েদ, মো: শাহ আলম রাজু, মিজানুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, মো. কামাল উদ্দিন, মো: হারুন মোল্লা, মোঃ শাহীদুল হক সেলিম, ফেরদৌসী বেগম লাকি, সাইফুর রহমান স্বজল, মো: আনোয়ার হোসেন, আশীশ কুমার লৌহ, মোহাম্মদ আলী, জামাল পোদ্দার, মো: আবুল খায়ের, মো: শাখাওয়াত উল্যাহ ফুটন, স্বপন কুমার সিংহ, মোহাম্মদ শাহ জাহান, মো. কামাল উদ্দিন, মোঃ সাখাওয়াত হোসেন, মো: আবদুর রহিম, মো: ছায়েদ, বিটু সাহা, মোহাম্মদ মনির হোসেন, মোঃ আবুল কালাম, মো: শাহ আলম ভূঁইয়া, মোহাম্মদ একরামুল হক মুন্না, মো: আবু ইউসুফ, হাসিনা পারভীন, উম্মে কাউছার পারভীন, লুৎফুন নাহার, পারভীন আক্তার, শাবানী বেগম, মোঃ আমিনুর রহমান আমিন, শাহীন (মোঃ রুহুল আমিন), মো: আনোয়ার হোসেন, মো: মাইনুদ্দিন সেলিম, মো: জাহাঙ্গীর আলম, মো: আজাদুর রহমান পিরন, মো: শাহআলম, মো: শওকতুল আলম (শওকত), মোহাম্মদ বদরুদ্দোজা ভূঁইয়া শাহীন, জেসমিন আক্তার, মোঃ মনিরুল ইসলাম, পারভিন আক্তার, দিলরুবা সুলতানা শম্পা, মোঃ আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ মুজাহিদুল আমিন সোহেল, মো নাসির উদ্দিন, লতা, কাকলী, বাবু, ও মোশারফ হোসেন সপন।
দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল- স্মৃতিচারণা, সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক পরিচিতি পর্ব ও মধ্যাহ্নভোজ। সকলের উপস্থিতি মিলনমেলাটিকে পরিণত করে এক আনন্দঘন উৎসবে।
বন্ধু তিতুমীরের উদ্যোগ ও আন্তরিকতায় সবার হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতায়। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের দেখা, হাসি আর আলাপচারিতা যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় বিদ্যালয় জীবনের সেই স্বর্ণালী দিনে।
শেষে সবাই অঙ্গীকার করেন- এই বন্ধুত্বের বন্ধন যেন আজীবন অটুট থাকে, এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com