ষ্টাফ রিপোর্টার॥ দেশে নভেম্বর মাসে ১৬৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১৬টি জাতীয় দৈনিক পত্রিকা থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গত রোববার মহিলা পরিষদের পাঠানো প্রতিবেদনে এসব কথা বলা হয়।
মহিলা পরিষদের তথ্য বলছে, ১৬৫ জন নির্যাতনের শিকার নারীর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন কন্যাশিশুসহ ১২ জন। তাদের মধ্যে ২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ২ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ১০ জন। একজন নারী ও কন্যা পাচারের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। পাশাপাশি অগ্নিদগ্ধের কারণে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ২ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪টি, এরমধ্যে কন্যা ছিল ১ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৬৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১ জন কন্যাসহ ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৩ জন কন্যা অপহরণের শিকার হয়েছে। এছাড়া অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৮ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com