নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরিতে বাধা দেয়ায় ফারজানা আকতার পিংকি (১৮) নামে এক কিশোরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ডাকাতদলের বিরুদ্ধে। নিহত পিংকি একই এলাকার আবদুল কাদেরের মেয়ে।
গত শুক্রবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে একদল ডাকাতদল পিকআপ ভ্যান নিয়ে নতুন বাজার এলাকার আবদুল কাদেরের বাড়িতে যায়। এসময় বাড়িতে আবদুল কাদেরের স্ত্রী ও তার মেয়ে পিংকি ছিলেন। ডাকাতদল গোয়ালঘর থেকে গরু নিয়ে পিকআপ ভ্যানে তোলে। তারা চলে যাওয়ার সময় পিংকি গরু নিতে বাধা দিতে পিকআপ ভ্যানটির সামনে গিয়ে দাঁড়ায়। তখন ডাকাতরা দ্রæত গতিতে পিকআপ ভ্যানটি চালিয়ে পিংকিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই পিংকি মারা যায়।
ওসি এ কে ফজলুল হক বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com