নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভাতড়া উত্তরপাড়ায় ওয়াকফকৃত ১১৪ শতক জমির মাটি কেটে বিক্রি করে দেয়ার এক অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে তারা দাবি করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে অনুমতি নিয়ে মাটি কাটছেন। অন্যদিকে, ইউএনও বলছেন, মাটি কাটার জন্য কোনো অনুমতি দেয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ভাতড়া উত্তরপাড়ার হাবিবুর রহমানের ছেলে জয়নাল আবেদীন ভূঁইয়া ও তার স্ত্রী হাজেরা বেগম ওয়াকফ জমির মাটি বিক্রি করে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। মাটি বিক্রি করতে করতে ইতোমধ্যে জমিটি ১০ ফুটের বেশি গভীর হয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ১৯৫৩ সালে ওই গ্রামের সুজ্জাত আলী ভূঁইয়া মসজিদ, মক্তব ও দ্বীনি প্রতিষ্ঠানের জন্য ১১৪ শতাংশ জায়গা ওয়াকফ করে দেন। চলতি মাসের শুরুতে জয়নাল ও তার স্ত্রী হাজেরা জমিটিকে নিজেদের বলে দাবি করে জমি থেকে মাটি কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুমতি চান। ইউএনও অনুমতি না দিলেও জয়নাল ও তার স্ত্রী হাজেরা বেগম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে মাটি বিক্রি করছে। বিষয়টি জেনেও নিরব ভূমিকায় রয়েছে প্রশাসন।
স্থানীয় আবদুস ছাত্তার বলেন, ‘সুজ্জাত আলী ভূঁইয়া তার সম্পত্তি মসজিদ, মক্তব, মাদরাসা ও এতিমদের জন্য ওয়াকফ করে দেন। কিন্তু জয়নাল জোরপূর্বক জায়গা দখল করে মাটি বিক্রি করছে।’
অভিযোগের বিষয়ে জয়নালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাটি কাটার জন্য আমরা ইউএনও থেকে অনুমতি নিয়েছে।’ তবে অনুমতি না দেয়ার কথা জানিয়েছেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন সরকার বলেন, ‘তাদের মাটি কাটার কোনো অনুমতি দেয়া হয়নি। যেহেতু অনুমতি ছাড়া তারা মাটি বিক্রি করছে তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কুমিল্লা জেলা ওয়াকফ পরিদর্শক আলাউদ্দিন বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com