নিজস্ব প্রতিনিধি\ নাঙ্গলকোটে কাজের পাওনা টাকা চাওয়ায় ইমন (১৪) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে একই গ্রামের প্রবাসী লিটনের বিরুদ্ধে।
গত ১০ই জুন উপজেলার বটতলী ইউনিয়নের নারায়নবাতুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত সৌদি প্রবাসী লিটন সৌদি আরব চলে গেছেন। কিন্তু তার সহযোগীরা বর্তমানে এলাকায় থেকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দুমকি দিচ্ছেন ভুক্তভোগী পরিবারকে।
ইমনের পরিবার জানিয়েছে, অভাবের কারণে প্রথম শ্রেণিতেই পড়াশোনা ছাড়ে ইমন। এরপর স্থানীয়ভাবে দিনমজুরের কাজ শুরু করে। বেশ কিছুদিন ধরে একই গ্রামের প্রবাসী লিটনের বাড়িতে কাজ করছিল সে। সবমিলিয়ে লিটনের কাছ থেকে ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল ইমনের। এর মধ্যে ১ হাজার ২০০ টাকা দিয়ে বাকি টাকা দিতে দীর্ঘদিন ঘোরাঘুরি করে। গত ১০ই জুন দুপুরে স্থানীয় একটি দোকানে ইমন ও লিটনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর লিটনের নির্দেশে তার লোকজন ইমনকে মারধর করে বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর এবং মাথার চুল কেটে দেয়া হয়।
পরিবারের দাবি, ইমনের অবস্থা আশঙ্কাজনক দেখে একটি সিএনজিযোগে তাকে পাশ্ববর্তী সেনবাগ উপজেলার এক জায়গায় ফেলে আসে লিটনের লোকজন। সেখান থেকে ইমনের মা গিয়ে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইমনের মা তাছলিমা বেগম বলেন, পরিবারের অভাব দেখে ছেলে কাজ করে সংসার চালাতে চেয়েছিল। সেই ছেলেকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। আমি স্থানীয়ভাবে বিচার চেয়েছি, কেউ এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। আদালত মামলাটি থানায় তদন্ত করার জন্য নির্দেশ দেন। মামলার খবর শুনে লিটন গোপনে প্রবাসে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সমর বড়–য়া বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত লিটনের বাবা মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার দিন আমার ছেলে বাড়িতে ছিল না। এ পরিবারটি মিথ্যা কথা বলছে । আর এ ছেলে খারাপ তাই আমাদের সমাজের লোকজন এ ছেলেকে সমাজের বাইর করে দিয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রবাসী লিটনের প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একেএম ফজলুল হক বলেন, মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com