নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয় ফারজানা আক্তার পিংকি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে। গত ১৮ই অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ চলাকালে নাঙ্গলকোটের তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদেরের কন্যা। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পিংকি হত্যা কান্ডের ঘটনায় পর দিন ১৯শে অক্টোবর শনিবার তার পিতা আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় নাঙ্গলকোট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রবিবার আন্তজেলা গরু চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করে। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিংকি হত্যা কান্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটকৃতরা হলো- উপজেলার পরিকোট গ্রামের ইউসুফের ছেলে বখতিয়ার জসিম ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমানতপুর খালপাড় এলাকার কাবিল মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ীর লোকজন নামাজ পড়তে চলে যায় ওই সময় ৪-৫ জনের গরু চোরের দল তাদের প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাঁধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার কলেজ পড়ুয়া মেয়ে পিংকি দৌঁড়ে এসে প্রাইভেটকারটি সামনে দাঁড়ায়। ওই সময় চোর দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, গ্রেফতারকৃত ২ জন অপরাধী প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে অত্র মামলার ঘটনার সাথে জড়িত মর্মে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com