নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুসসুন্নাত কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও দ্বীনিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, অযৌক্তিক দাবি, ছাত্র নামধারীদের দিয়ে মানববন্ধন ও ষড়যন্ত্রের প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে মৌকারা মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী আবু বকর, আলিম দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নজরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে মাওলানা আনোয়ার হোসেন বলেন, একটি মহল প্রতিহিংসা করে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র, ও আলিয়া মাদ্রাসার গুটিকতেক সাবেক ও বর্তমান ছাত্র দিয়ে বিভিন্ন অযৌক্তিক দাবি ও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করছে। তাদের অধিকাংশ দাবির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তাদের যৌক্তিক কোন দাবী থাকলে নিয়ম মেনে তারা অভিযোগ না করে মনগড়াভাবে আমাকে ব্যক্তিগতভাবে হেও পতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থী নির্যাতন এবং কোন প্রকার দুর্নীতির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে আমি এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। আমি মৌকারা কামিল মাদ্রাসার দায়িত্ব যথাযথ পালন শেষে কমপ্লেক্সের অধিনে পরিচালিত দ্বীনিয়া মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করে থাকি। মৌকারা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা, দ্বীনিয়া মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা ওয়ালিয়া কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়ে আসছে। কমপ্লেক্স এর পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমি সকল কর্মকান্ড পরিচালনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, মৌকারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার, দারুসসুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্স এর ট্রাস্টি সদস্য অজি উল্লাহ ভূঁইয়া, মহিলা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, বিষয়টি অবগত হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com