নির্বাচন কমিশন (ইসি) আগামী ৫ই জুন স্থগিত হওয়া নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ইসি সুত্র জানান, ওইদিন চতুর্থ ধাপের নির্বাচনের সাথে নাঙ্গলকোট উপজেলার স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘আগামী ৫ই জুন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের দিনেই নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে এদিন জামাপলপুর সরিষাবাড়ী উপজেলাসহ আরো একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এর আগে, আদালতের নির্দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম হাই কোর্ট থেকে নিজের করা রিট আবেদন প্রত্যাহার করে নেন। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৮ই মে নাঙ্গলকোট উপজেলায় ভোট গ্রহণের কথা ছিল। তবে গত ৬ই মে নির্বাচন কমিশন নাঙ্গলকোট উপজেলার ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। উল্লেখ থাকে যে, দেশে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপের ভোট ৫ই জুন বুধবার অনুষ্ঠিত হবে। এ ধাপে ৫৫ উপজেলার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com