ষ্টাফ রিপোর্টার\ নারীর মরদেহের ময়নাতদন্ত নারী দিয়ে করাতে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত রোববার (২০শে এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (শিক্ষা) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে নারী চিকিৎসকের সঙ্গে নারী প্যারামেডিকেল স্টাফ দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে (পোস্টমর্টেম) প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ১০ই মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কাজী আখতার হামিদ ও জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।
আইনজীবী জুয়েল আজাদ বলেন, ‘শুধু জীবিত অবস্থায় নয়; মারা গেলেও মানুষের অধিকার এবং মর্যাদা থাকে। পাকিস্তানে ইতিমধ্যে নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। তাই গত মাসে আমরা রিটটি করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com