নিউইয়র্কে গতকাল বুধবার একটি নিলামে ইতালিয়ান শিল্পী মাউরিজিও কাতেলানের সৃষ্ট একটি কলার শিল্পকর্ম ৭৪ কোটি টাকায় (৬২ লাখ ডলার) বিক্রি হয়েছে। এই কলাটি নিউইয়র্কের একটি বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতা থেকে কেনা হয়েছিল।
নিলাম হাউস সদবি জানায়, শিল্পকর্মটি নিলামের আগে প্রদর্শিত হয়েছিল এবং তারা আশা করেছিল, এটি ১২ কোটি টাকার (১০ লাখ ডলার) বেশি দামে বিক্রি হবে। তবে, এটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়, এবং ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সান এটি কিনে নেন।
কাতেলানের 'কমেডিয়ান' নামক এই শিল্পকর্মে সাদা দেয়ালে টেপ দিয়ে সাঁটা একটি সত্যিকারের কলা ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে মিয়ামি বিচে প্রথম প্রদর্শিত এই শিল্পকর্মটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যখন এক শিল্পী কলাটি খেয়ে ফেলেছিলেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতা মাত্র ৩৫ সেন্টে এই কলাটি বিক্রি করেছিলেন।
এ শিল্পকর্মটি শুধু একটি শিল্প রচনা নয়, বরং ক্রিপ্টোকারেন্সি এবং মিম সংস্কৃতির মধ্যে সেতুবন্ধের প্রতিনিধিত্ব করে, বলে মন্তব্য করেছেন সান।
সান ক্রিপ্টোকারেন্সি ট্রন (Tron) প্রতিষ্ঠাতা এবং এর আগেও তিনি শিল্পকর্ম সংগ্রাহক হিসেবে পরিচিত। কলাটি পচে গেলে কীভাবে পরিবর্তন করতে হবে, সে বিষয়েও একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com