
ষ্টাফ রিপোর্টার\ অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ, আর্থিক জালিয়াতি রোধ এবং জাতীয় রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৬ই ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হচ্ছে।
নতুন এই ব্যবস্থার ফলে ভবিষ্যতে অবৈধ বা কোন করা আইএমইআই-এর কোনো ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না, যা গ্রাহকদের মানসম্পন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করবে।
গত বুধবার বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকার ৫০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ছাড়া দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে, যা এনইআইআর চালুর মাধ্যমে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) জানান, এনইআইআর চালু হলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে এবং চোরাই বা রিফারবিশড হ্যান্ডসেটের বাজার সংকুচিত হবে।
মোবাইল ফোন ইন্ড্রাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ জানান, দেশীয় মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারীরা আগামীতে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করবে।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, এনইআইআর বিষয়ে জনসাধারণকে অবগত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এনইআইআর যেভাবে কাজ করবে : নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হলে প্রথমে সচল রেখে এনইআইআর-এর মাধ্যমে বৈধতা যাচাই করা হবে। বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে এক মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। সময় পেরোলে এটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।
বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট ৩০ দিনের মধ্যে হবরৎ.নঃৎপ.মড়া.নফ পোর্টালে প্রয়োজনীয় তথ্য (পাসপোর্ট, ক্রয় রশিদ ইত্যাদি) দিয়ে বিশেষ নিবন্ধনের মাধ্যমে সচল করতে হবে।
বর্তমানে ব্যবহৃত সকল হ্যান্ডসেট ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং আলাদা করে নিবন্ধনের প্রয়োজন হবে না।
বৈধতা যাচাই : মোবাইল কেনার আগে গ্রাহকরা কণউ <ংঢ়ধপব> ১৫ ডিজিটের ওগঊও নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস করে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারবেন।
বিটিআরসি জানিয়েছে, জনগণ ইউএসএসডি (*১৬১৬১# ডায়াল করে), সিটিজেন পোর্টাল (হবরৎ.নঃৎপ.মড়া.নফ) বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে এনইআইআর সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com