বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিতে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া ২০০৮ সালের প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। আরপিও অনুযায়ী কোনো দলকে একবার প্রতীক দেওয়া হলে সেটি তাদের জন্য সংরক্ষিত থাকে। তাই দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।”
এর আগে, গত ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের জামায়াতের নিবন্ধন বাতিলের রায় খারিজ করে দেয়। আদালত নির্বাচন কমিশনকে দলটির আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ রায় দেন।
আদালত বলেন, জামায়াতের নিবন্ধন ও অন্যান্য কোনো অনিষ্পন্ন বিষয় থাকলে, তা সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com