প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
নির্বাচনি রোডম্যাপ বিএনপির প্রত্যাশা অনুযায়ী হয়নি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি বলেন, নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় প্রয়োজন হওয়ার কথা নয়।
বুধবার (১৮ ডিসেম্বর) মহাখালীর কড়াই বস্তি বনানী ৫ নম্বর রোডে আনসার ক্যাম্পের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "বর্তমান সরকারের প্রধান ও প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এর জন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও মাঠ পর্যায়ে কিছু সংস্কার প্রয়োজন। আমরা বিশ্লেষণ করে দেখেছি, এসব সংস্কারে ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়।"
তিনি আরও বলেন, "ভোটের জন্য পুরো জাতি অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, "সংবিধানে এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা দেশ ও জাতির জন্য ইতিবাচক হবে।"
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "গণতান্ত্রিক যাত্রাপথে যেন কোনো কৌশল প্রয়োগ না করা হয়।"
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.