
আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি, আর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের অবস্থান ও পরিচয় সরকারের কাছে পরিষ্কার।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, নিরাপত্তা বাহিনী—পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি—পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি দেশে তিনটি বড় আয়োজন—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বিপুল জনসমাগম সত্ত্বেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একই সময়ে এ ধরনের বড় বড় আয়োজন বাংলাদেশের ইতিহাসে বিরল, যা নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির প্রমাণ।
এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। তাই অভ্যন্তরীণভাবেই সব প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com