জেলা সদরে আজ চীন সরকারের উপহারের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[caption id="attachment_8419" align="alignnone" width="898"] আজ মঙ্গলবাররংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুন অর রশিদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তরা ইপিজেড-এর অদূরে জেলা সদরের দাড়োয়ানীতে টেক্সটাইল মিলের পরিত্যক্ত ২৫ একরের একটি এলাকা পরিদর্শন করেন। ছবি: বাসস[/caption]
আজ মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুন অর রশিদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তরা ইপিজেড- এর অদূরে জেলা সদরের দাড়োয়ানীতে টেক্সটাইল মিলের পরিত্যক্ত ২৫ একরের একটি এলাকা পরিদর্শন করেন।
এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ.খ.ম আলমগীর সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. জুবায়ের আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com