২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী, ৪ আগস্ট ২০২৫ থেকে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। তবে নিম্নোক্ত পাঁচ শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন—
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্রসহ)
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
এনবিআর জানিয়েছে, এসব করদাতা চাইলে ইচ্ছানুযায়ী অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে উপরের তালিকাভুক্ত শ্রেণির বাইরে থাকা কোনো স্বাভাবিক ব্যক্তি অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে, ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com