ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম বলেছেন, পুলিশকে সাধারণ মানুষের আরো কাছাকাছি আসতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, তত বেশি সাধারন মানুষের কাছ থেকে তথ্য পাবে। বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আরো বেশি শক্তিশালী হবে। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ আরো বেশি সক্রিয় হতে পারবে।
গত বৃহষ্পতিবার বিকালে কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরে নতুন পুলিশ চেকপোষ্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি সাংবাদিকদের বলেন, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর ভারতে ভ্রমন ও আমদানি-রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই চেকপোস্টও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও এই চেকপোস্টের গুরুত্ব রয়েছে। ইমিগ্রেশন সার্ভিস যথাসম্ভব দ্রæত ও সফলভাবে সম্পন্ন করার জন্য এই নতুন চেকপোষ্ট নির্মান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি নূরে আলম মিনা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনি, নোয়াখালী জেলা পুলিশ সুপার ও হাইওয়ে কুমিল্লা রেঞ্জ পুলিশ সুপার। প্রসঙ্গত, ভারতে আসা-যাওয়া ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরো ত্বরান্বিত করতে বিবির বাজার স্থল বন্দরে নতুন এ পুলিশ চেকপোষ্ট নির্মাণ করা হয়।
এর আগে অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো মনিরুল ইসলাম কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com