পৃথিবী সর্বদা তার নিজের গতিপথে চলে সেটাই স্বাভাবিক। তবে এবার নতুন তথ্য সামনে এল। পৃথিবীরে ভিতরে যে স্তর রয়েছে সেটি নাকি উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। ফলে বাড়তি চাপ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। এই পৃথিবীর উল্টোপথে ঘোরা মোটেই ভাল কথা বলে মনে করছেন না কেউই। এই ঘটনার প্রধান কারণ হলো- পৃথিবীতে যে ভূমিকম্প হয় এবং পরমানু পরীক্ষা করা হয়েছে তার ফল হিসেবে এটি উঠে এসেছে।
পৃথিবীর নিচের স্তর সেখান থেকেই পরিবর্তন ঘটতে শুরু করেছে। এক ভূবিজ্ঞানী এই বিষয়টি বিস্তারিতভাবে দেখেছেন। তিনি মনে করছেন পৃথিবীর নিচে টানা কম্পন হয়ে চলেছে। ফলে সেখান থেকে এই ধরণের ঘটনা হচ্ছে। পৃথিবীর ঘোরার সঙ্গে চাঁদের একটি সম্পর্ক রয়েছে। সেখানে পৃথিবীর ভিতরে ঘটা এই ঘটনার সঙ্গে চাঁদের সম্পর্কও প্রভাবিত হবে। তবে এই বিপরীত দিকে ঘোরা এতটাই সামান্য যে একে বোঝা অতি কঠিন। অবশ্য ধীরে ধীরে এটি পৃথিবীর গতিপথকে প্রভাবিত করবে। এরফলে ভবিষ্যতে পৃথিবী তার নিজের গতিপথ হারাতে পারে! উল্টোদিকে ঘুরতে একবার শুরু হলে সেটি গতি পেতে দেরি করবে। তবে ফল হবে মারাত্মক।
যদি পৃথিবী উল্টোদিকে ঘুরতে শুরু করে তাহলে সেখান থেকে পৃথিবীর জনজীবনেও প্রভাব পড়তে পারে। তবে যদি পৃথিবী উল্টোদিকে ঘুরতে শুরু করে তাহলে চাঁদ সহ সমস্ত সমুদ্র বিরাটভাবে প্রভাবিত হবে। সেখান থেকে পৃথিবী নিজের স্বভাবিক ছন্দ হারাবে। এই অবস্থা অতি সামান্য হলেও ভবিষ্যতে এর বিরাট প্রভাব দেখা দিতে পারে। তখন সেখান থেকে গোটা পৃথিবীবাসী বিরাট সমস্যায় পড়তে পারেন! Courtesy: dailyinqilab
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com