নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং সদরে এক ব্যাংকের ভেতরে মোসা. সামসুন নাহার (৪৫) নামে এক নারী গ্রাহকের নাকে-মুখে স্কোপোলামিন ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়ার এক অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার (১০ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোসা. সামসুন নাহার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মাওলানা বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, তার ১ ছেলে ও ২ ভাই বর্তমানে সৌদি আরবে কর্মরত। পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিলেন তিনি। এ সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাঁড়ায় এবং কৌশলে স্কোপোলামিন (নেশাজাতীয় দ্রব্য) নাকে-মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন।
ব্যাংক থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন, তার টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে। বিকেলে এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সামসুন নাহার।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে ওই নারী গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সচেতন থাকার আহŸান জানাচ্ছি এবং প্রতারকদের ধরিয়ে দিতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com