ষ্টাফ রিপোর্টার\ লাকসাম পূর্ব বাজারের বাসিন্দা লাকসাম পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম আইউব আলী স্যারের কনিষ্ঠ পুত্র প্রফেসার আফতাব মুহিব উল্লাহ সাহেবের ইন্তেকালে সাপ্তাহিক লাকসামবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ শহীদুল্লাহ ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।
শহীদুল্লাহ ভূঁইয়া এক বিবৃতিতে প্রফেসার মুহিব উল্লাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com