দুই মাসের মধ্যেই পরিবর্তিত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা। এবার বাদ দেওয়া হয়েছে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে।
এর আগে গত ২৮ আগস্ট জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
তবে এরপর ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার ও বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি তোলেন। সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনের হুমকিও দেন তারা।
আগস্টে প্রকাশিত বিধিমালায় চার ধরনের শিক্ষক পদ ছিল—প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। কিন্তু সংশোধিত বিধিমালায় কেবল দুই ধরনের পদ রাখা হয়েছে: প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।
