ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এর পরিবর্তে, ইসরায়েল এই সময়ে গাজায় হামলা চালায়। আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এই হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।
হামলার ক্ষয়ক্ষতি:
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরার লাইভ আপডেটে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় তিনজন, গাজা সিটিতে ছয়জন এবং রাফায় একজন নিহত হন।
যুদ্ধবিরতি বিলম্বের কারণ:
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি জিম্মিদের তালিকা জমা না দেওয়ায় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হচ্ছে। এর ফলে, ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
ইসরায়েলের অবস্থান:
ড্যানিয়েল হাগারি আজ এক ভাষণে জানান, ইসরায়েলের রাজনৈতিক পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, হামাস তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। একই সঙ্গে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির চুক্তি ও ভবিষ্যৎ:
গতকাল শনিবার ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেওয়া হয়। তবে হামাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতি কার্যকর ও চুক্তি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে হামাস চুক্তি লঙ্ঘন করলে এর প্রতিক্রিয়ায় তারা ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com