
তাজুল ইসলাম\ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরে যানজট নিরসনে ফুটপাতের দোকানপাট উচ্ছেদে উপজেলা প্রশাসন গত শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন নাঙ্গলকোট থানা, সেনা বাহিনী ও নাঙ্গলকোট পৌরসভা। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাতে বসা ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর নেতৃত্বে অভিযান চলাকলে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদিউজ্জামান।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উপজেলা প্রশসানকে সহযোগিতা করতে থানা পুলিশ সর্বাত্ত¡ক সহযোগীতা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, উপজেলা সদরের নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও উপজেলা সদরে যানজট মুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল করে বসা সকল দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় ২ জনকে ৩ হাজার টাকা জরিমান করা হয়েছে। ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com