অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছেন, তা থেকে সরে আসার সুযোগ নেই।”
তিনি আরও জানান, নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, তারপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে,” যোগ করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। “আমাদের সব প্রস্তুতি ফেব্রুয়ারিকে সামনে রেখেই চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তারপর আমরা দায়িত্ব ছেড়ে দেবো,” তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন উদ্দেশ্যে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। “এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। নির্বাচনের সময় কে কী বলবে, সেটিকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখতে হবে,” মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com