নিজস্ব প্রতিনিধি\ বডি ফিটিং ৩ কেজি গাঁজাসহ এ নারীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গাঁজা পাচারকালে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে থানার (এসআই) অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্স গত শুক্রবার (২১শ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় বোরকা পরিহিত এক মহিলা যাবার সময় সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিলা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। মহিলা পুলিশের মাধ্যমে তাকে তল্লাশী চালিয়ে বডিফিটিং অবস্থায় ৩ কেজি গাঁজাসহ দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মোসাঃ জোনাকি আক্তারকে (১৯) আটক করে থানায় নিয়ে আসে।
শনিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com