নিজস্ব প্রতিনিধি\ বরুড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। গত রোববার (৩০শে জুন) পৌর ভবন মিলনায়তনে পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান খান, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক জিএস ও ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা আক্তার, বিলকিস আক্তার প্রমুখ। এসময় বক্তব্য রাখেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৮নং ওয়ার্ড জামাল উদ্দিন, বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রোটাঃ আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের, হার্ডওয়্যার ব্যবসায়ী আবুল কাশেম, মোল্লা ইলেকট্রিক এন্ড সেনিটারির পরিচালক মোঃ সাইফুল ইসলাম। পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার সরকারি ফান্ড ও পৌরসভার নিজস্ব আয় থেকে বিগত অর্থ বছরের পৌরসভার ৯টি ওয়ার্ডের সমাপ্ত ও চলমান রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। তিনি বলেন, বরুড়া পৌরসভা অতীতের যে কোন অবস্থার চেয়ে বহু পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, বর্তমানে কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। কাজগুলো শেষ হলে পৌরসভার সাধারণ মানুষের আর কোন ভোগান্তি পোহাতে হবে না। তিনি বলেন, পৌরসভার মেইন রোডে বিগত সময়ে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর কাউন্সিলর ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের পরামর্শ অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হয়েছে। কিছু কিছু অংশে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলমান রয়েছে যা শীঘ্রই সম্পন্ন হবে। অনুষ্ঠানে আলোচনা শেষে বরুড়া পৌরসভার ৫৯ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ১৭৮ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com