প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে শ্রম খাতে ব্যাপক সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে বলেন, “আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সমপর্যায়ে নিয়ে যেতে চাই। এটি আমাদের অঙ্গীকার।” তিনি আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য কেবল শ্রম আইন সংস্কারই নয়, বরং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ মোকাবিলায় বিশেষ দূত নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রড্রিগেজ। তারা বলেন, বাংলাদেশে শ্রম অধিকার উন্নয়ন ও শ্রমিকবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।
কেলি ফে রড্রিগেজ ১৮ দফা চুক্তিসহ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে শ্রম খাতে যে পরিবর্তন হয়েছে, তা সত্যিই বিস্ময়কর।” মার্কিন কর্মকর্তারা শ্রমিকদের সুরক্ষায় ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা এবং প্রতি বছর মজুরি পর্যালোচনার আহ্বান জানান।
থিয়া মেই লি বলেন, “ন্যূনতম মজুরি বৃদ্ধি শুধু শ্রমিকদের জন্যই নয়, এটি ব্যবসা ও অর্থনীতির জন্যও ইতিবাচক।” কর্মী ইউনিয়নকে তিনি গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে অভিহিত করেন।
বৈঠকে পিভিএইচ, ক্যালভিন ক্লেইন এবং গ্যাপ ইনকরপোরেটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিভিএইচ করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল ব্রাইড বাংলাদেশের শ্রম সংস্কারে তাদের সমর্থনের কথা জানান এবং একই ধরনের প্রচেষ্টা কম্বোডিয়ায় সফল হয়েছে বলে উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস বিদেশি ব্র্যান্ডগুলোকে জানুয়ারিতে অর্ডারের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার অনুরোধ করেন, যাতে দেশের নির্মাতারা শ্রমিকদের মজুরি বাড়াতে পারে।
বৈঠকে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডেব বলেন, “যুক্তরাষ্ট্র শ্রম সংস্কারে আপনার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং আমরা অংশীদার হতে আগ্রহী।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com