
গত শনিবার লালমাই উপজেলার বাগমারা বাজারে সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশের সহযোগিতায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। এ সময় সকল পরিবহনকে গাড়ি পার্কিং এবং যাত্রী উঠা-নামার জন্য নির্ধারিত স্থান ব্যবহার করার জন্য বলা হয়। যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ‚মি অফিস সূত্র জানায়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com